: 'ইন্দিরা গাঁধীর আমল থেকে দাম বাড়ছে, নতুন কিছু নয়', পেট্রোপণ্যের দামবৃদ্ধি প্রসঙ্গে দিলীপ | Bangla News

Continues below advertisement

জ্বালানির দাম এখন লাগামছাড়া হয়ে ছুটছে। আজ কলকাতায় ফের বাড়ল পেট্রোলের (Petrol) দাম। তবে ডিজেলের (Diesel) দাম এযাত্রা বাড়ানো হয়নি।  লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ১১০ টাকা ৪৯ পয়সা।  তবে ডিজেলের দাম গতকাল যা ছিল তাই রয়েছে। লিটারে ১০১ টাকা ৫৬ পয়সা।  জ্বালানির দাম লাগাতার বেড়ে চলায় তার প্রভাব পড়েছে বাজারে।  পরিবহণ খরচ বাড়ায় মাছ থেকে সবজি, সবকিছুরই দাম চড়া।  মধ্যবিত্তের নাভিশ্বাস হলেও এখনও কী কেন্দ্র, কী রাজ্য কারও তরফেই দাম কমানোর কোনও উদ্যোগ চোখে পড়েনি। এপ্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "পেট্রোলের দাম কি আজ বেড়েছে নাকি? মনমোহন সিংহের আমলে আরও বেড়েছিল। ইন্দিরা গাঁধীর আমল থেকে দাম বাড়ছে, নতুন কিছু নয়।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram