Gangasagar Mela: রাজ্যের আবেদনে সাড়া হাইকোর্টের,গঙ্গাসাগর মেলার কমিটি থেকে বাদ পড়লেন শুভেন্দু| Bangla News

Continues below advertisement

গঙ্গাসাগর মেলায় নতুন নজরদারি কমিটি। কমিটি থেকে বাদ পড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের আবেদনে সাড়া কলকাতা হাইকোর্টের। কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। এছা়ড়াও থাকবেন লিগাল সার্ভিস এইড-এর সদস্য সচিব। গোটা সাগরদ্বীপই নোটিফাইড এলাকা বলে পরিচিত। বাধ্যতামূলক করা হল আরটিপিসিআর (RTPCR) টেস্ট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram