Haldia: ‘হলদিয়ায় তৃণমূলের পদক্ষেপ আইওয়াশ, রাজ্যে শিল্প চায় না TMC',শ্রমিক বিক্ষোভ ইস্যুতে মত শুভেন্দুর। Bangla News

Continues below advertisement

‘হলদিয়ায় তৃণমূলের পদক্ষেপ আইওয়াশ। হলদিয়ায় গুন্ডামি করেছে তৃণমূল কংগ্রেস। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে শিল্প চায় না। আগামী নির্বাচনেই প্রমাণ হবে হলদিয়ার মানুষ বিজেপির সঙ্গেই আছেন’ হলদিয়া প্রসঙ্গে দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

এর আগে সকালে হলদিয়ায় এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়। ইন্ধনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠনের ২ শীর্ষ নেতা। এক্সাইড কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার উত্পাদন ব্যাহত হয়। কয়েকজন ঠিকা শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ঠিকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয়। হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করে এক্সাইড কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে দুই ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত শ্রমিকদের জেরায় উঠে আসে আইএনটিটিইউসি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়ায় আইএনটিটিইউসি-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপর কারখানা বন্ধে বিশৃঙ্খলা ও উস্কানির অভিযোগে দুই আইএনটিটিইউসি নেতাকেও গ্রেফতার করে পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram