State Cabinet Minister: নতুন দফতরের দায়িত্ব নিলেন ফিরহাদ, কৃষিক্ষেত্রে সুদূরপ্রসারী ভাবনার কথা শোভনদেবের মুখে

Continues below advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের মন্ত্রিসভায় দফতর বদল হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chatterjee) ও ফিরহাদ হাকিমের। শোভনদেব আগে ছিলেন বিদ্যুৎমন্ত্রী, এবার তিনি কৃষিমন্ত্রী হয়েছেন। আজ শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর পুরনো দফতরে যান। অফিসের কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ফিরহাদ হাকিম (Firhad Hakim) ছিলেন পুরমন্ত্রী, এবার তিনি রাজ্যের পরিবহণ দফতরের দায়িত্বে। আজ তিনি তাঁর নতুন দফতরে গিয়ে দায়িত্ব নিলেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "আমার কাছে দুই দফতরেরই সমান গুরুত্ব। আজ বিদ্যুৎ নিয়ে মানুষের কোনও ক্ষোভ নেই। কৃষি দফতরও মানুষের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্রে সুদূরপ্রসারী ভাবনা মাথায় রেখে কাজ করতে হবে, কঠিন কাজ।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram