Hooghly: 'দলে শুভেন্দু অনুগামী আছে', পোস্টার-কাণ্ডে স্বীকারোক্তি প্রবীর ঘোষালের, পাল্টা কটাক্ষ BJP-র

Continues below advertisement
মন্ত্রিত্ব থেকে ইস্তফার পরের দিনেই কোন্নগরে Suvendu অনুগামীদের ব্যানার পোড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোন্নগর ও তারকেশ্বরে 'দাদার অনুগামী' বলে কিছু ব্যানার-পোস্টার পড়ে। তার কয়েকঘণ্টা পর দেখা গিয়েছে, কোন্নগরের কানাইপুরে কয়েকজন TMC-র কর্মী-সমর্থক দলীয় পতাকা হাতে ওই পোস্টার প্রথমে ছিঁড়ে ফেলে তারপর আগুন ধরিয়ে দেয়। তাঁদের একটাই বক্তব্য, 'এখানে দাদার অনুগামী বলে কেউ নয়, সবাই দিদির অনুগামী।' যদিও বিধায়ক প্রবীর ঘোষাল জানিয়েছেন, যারাই এই কাজ করে থাকুক, কাজটা সঠিক নয়। খোঁজ নিয়ে জানতে হবে এমনটা কারা করেছেন। তাঁর মন্তব্য,'শুভেন্দুর অনুগামী দলের মধ্যে আছে। এটা অস্বীকার করার উপায় নেই।' বিজেপির কটাক্ষ, 'দিদির অনুগামী থাকতে পারলে, দাদার অনুগামী থাকলে অসুবিধা কোথায়?' এদিকে শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগের পর খেজুরিতে শাসক দলের পার্টি অফিস 'দখল' ঘিরে উত্তপ্ত এলাকা। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram