Indian politics: ফোন ট্যাপিং নিয়ে সুব্রহ্মণ্যম স্বামীর ট্যুইটের সমর্থনে তৃণমূল ও কংগ্রেস
Continues below advertisement
ফোন ট্যাপিং নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ট্যুইটারে তিনি লেখেন, জোর জল্পনা আজ সন্ধেয় ওয়াশিংটন পোস্ট, লন্ডন গার্ডিয়ানে একটি রিপোর্ট প্রকাশিত হতে চলেছে। সেই রিপোর্টে মোদি মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি ও কয়েকজন সাংবাদিকের ফোন ট্যাপিংয়ের জন্য ইজরায়েলি সংস্থা পেগাসাসকে ভাড়া করার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত হলে তালিকা প্রকাশ করব। তাঁর ট্যুইটে প্রতিক্রিয়া দিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন লেখেন, ‘বেশ কয়েকজন বিরোধী নেতার ফোন ট্যাপ করা হয়েছে।’ ট্যুইট করেছেন কার্তি চিদম্বরম। তিনি লেখেন, ‘এই কাজে ইজরায়েলের একটি সংস্থাকে কাজে লাগানো হচ্ছে।’
Continues below advertisement
Tags :
TMC BJP Congress ABP Ananda National News Derek O'brien Subramanian Swamy ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Political News Derek O'Brien Bengali News