Jagdeep Dhankhar in North Bengal: ‘স্বাধীনতার পর এত বড় হিংসা আগে দেখেনি দেশ', রাজ্যকে কটাক্ষ রাজ্যপালের
উত্তরবঙ্গ (North Bengal) সফরে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। আজ দুপুরে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, ‘আজকের দিনটি প্রতিবছর আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হয়। প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাধারণ নাগরিকদের সুরক্ষা। যদি সাধারণ মানুষের মৌলিক অধিকারে কোনও সংকট আসে, আহতে শাসন ব্যবস্থা, সরকার, পুলিশ ও প্রশাসনের দায়িত্ব হল মানুষের সাহায্য করা। তাঁদের মৌলিক অধিকারকে সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারের। এটা না হলে প্রজাতন্ত্র কার্যকর হয় না। বাংলায় ২ মে-র পরে যা যা ঘটনা ঘটেছে, তা নিয়ে আমি চিন্তিত। এই পরিস্থিতি নিয়ে সারা বিশ্বের মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তাই আমি বাংলার বিভিন্ন প্রান্তে এমনকি অসমে গিয়ের মানুষের সঙ্গে আলোচনা করেছি। বাংলায় যা ঘটছে তা আমাদের শাসনব্যবস্থার দিকে আঙুল তোলে। এখনও পর্যন্ত রাজ্য সরকার হিংসার কথা স্বীকার করছে না। তার জন্য আমি বিস্মিত।’