Jagdeep Dhankhar: 'পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, শাসকের শাসন চলছে', বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক রাজ্যপাল| Bangla News
মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস (Republic Day)। তার আগে আজ রাজ্য বিধানসভায় বি আর অম্বেডকরকে ( B. R. Ambedkar ) শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে দাঁড়িয়েই রাজ্য সরকারকে একের পর এক ইস্যুতে শাণিত আক্রমণ করে গেলেন রাজ্যপাল। বললেন, 'পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর’। আগের মতোই আবারও বললেন , পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, শাসকের শাসন চলছে। আবারও আক্রমণাত্মক ধনকড়ের মুখে রাজ্য সরকারের নিন্দা, ‘বাংলায় গণতন্ত্র বিপদের মুখে, ‘রাজ্যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না’। সেই সঙ্গে জানিয়ে দিলেন তাঁর কাছে হাওড়া পুরভোট নিয়ে কোনও ফাইল সইয়ের অপেক্ষায় পড়ে নেই। মুখ খুললেন সৌগত রায়ের অভিযোগ নিয়েও।