Jhalda: 'চাপ সৃষ্টি করে FIR-এ সই করানো হয় বলে জানিয়েছিলেন নিরঞ্জন বৈষ্ণব', দাবি তপন-ভাইপো মিঠুনের ।Bangla News

Continues below advertisement

নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর সঙ্গী নিরঞ্জন বৈষ্ণবের সুইসাইড নোট উদ্ধার। পরিবারের দেওয়া সুইসাইড নোটে লেখা, যেদিন তপনের হত্যা হয়, সেদিন থেকে আমি মানসিক অবসাদে ভুগছি। যে দৃশ্যটি দেখেছি, তা মাথা থেকে কোনওরকমে বার হচ্ছে না। ফলে রাতে ঘুম হচ্ছে না। খেতে মন যাচ্ছে না। শুধু এই ঘটনাই মনের মধ্যে ঘোরাফেরা করছে। তারপর পুলিশের বারবার ডাক। আমি জীবনে থানার চৌকাঠ পার করিনি। এইসব আমি আর সহ্য করতে না পারার জন্য এই পথ বেছে নিলাম। এতে কারও কোনওরূপ প্ররোচনা, চাপ বা হাত নেই। আমি স্বেচ্ছায় আত্মত্যাগ করলাম। ইতি নিরঞ্জন বৈষ্ণব

এই প্রসঙ্গে তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু বলেন, আমার সঙ্গে একদিন আমার বাড়ি গিয়েছিলেন। বাড়ি গিয়ে তিনি আমাকে জানিয়েছিলেন, 'তাঁর উপর চাপ সৃষ্টি করে এফআইআরে সই করানো হয়।' থানায় থেকে বারবার চাপ দিচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram