John Barla Meets Governor: ঘরছাড়া BJP কর্মীদের নিয়ে রাজ্যপালের কাছে দরবার বার্লার, ভিডিও ট্যুইট করে কী বার্তা দিলেন ধনকড়?

Continues below advertisement

দল সতর্ক করার পর সুর নরম জন বার্লার (John Barla)।  তিনি জানান, এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তিনি। আজ দার্জিলিংয়ে রাজভবনে যান আলিপুরদুয়ারের বিজেপি (BJP) সাংসদ। সেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত নেতৃত্বের ১০ জন সদস্য। এরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ বিজেপির। প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন তাঁরা। রাজ্যপালের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে জন বার্লা জানান, এই বৈঠকে উত্তরবঙ্গ পৃথক রাজ্যের কথা নিয়ে কোনও আলোচনা হয়নি। এই বিষয়ে তিনি দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেই কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি। জন বার্লার দাবি, তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া বিজেপি নেতা নেত্রীরা তাঁর কাছে আশ্রয় নিয়েছেন। সেই ঘটনা তুলে ধরতেই রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি।  বৈঠক শেষে একটি ভিডিও ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। প্রসঙ্গত, কিছুদিন ধরে উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবি জানাচ্ছিলেন তিনি। তাঁর এই বিস্ফোরক দাবি নিয়ে চলছে রাজনৈতিক তরজা। গতকাল দলের (BJP) তরফে কড়া বার্তার পরেও বঙ্গভঙ্গ-মন্তব্য নিয়ে বিতর্ক জিইয়ে রাখেন জন বার্লা (John Barla)। বাংলা-ভাগের দাবিতে তাঁর মন্তব্য নিয়ে যুক্তি দিয়েছেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি সাংসদ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram