John Barla: 'বাংলায় আতঙ্ক চলছে', বলছেন বার্লা, 'উনি মূর্খ', পাল্টা সৌগত
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী হয়ে আজ তাঁর দায়িত্ব বুঝে নেন পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়া আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (John Barla)। তিনি বলেন, “এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে আতঙ্ক চলছে, সকলের মনে যে অশান্তি রয়েছে তা বন্ধ হয়ে শান্তি ফিরে আসুক এই কামনা করি। কেন্দ্র ও রাজ্য মিলে জনগণের জন্য কাজ করতে পারলে মানুষের ভালো হবে। কেন্দ্রের অনেক প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাচ্ছে না, এই নিয়ে প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে কথাও বলব। উত্তরবঙ্গের মানুষের দাবি তো আজ থেকে নয়। এই নিয়ে কোনও কথা বলতে চাই না। জনগণের জন্য কাজ করতে চাই। আগামীদিনে উন্নয়ন করব। চা বাগানের লোক, আদিবাসীরা আমাদের আশীর্বাদ করেছে, তাই এই জায়গায় আসতে পেরেছি।“ এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, “জন বার্লা মূর্খ। আমি তো পার্লামেন্টে দেখলাম, একদিনও একটা গোটা ভাষণ দিতে পারেনি। উনি কী বলেন তার কোনও গুরুত্ব নেই। এঁদের মন্ত্রী করে অন্যান্য মন্ত্রীদের মান নরেন্দ্র মোদি (Narendra Modi) নামিয়ে দিয়েছেন।“