Kabir Suman Exclusive: ভেবো না বাংলা-কবীর সুমনের নতুন গান, এক্সক্লুসিভ

Continues below advertisement

জয় বাংলা রাগের পর এবার ভেবো না বাংলা ভাটিয়াল। ফের নতুন সুর বাঁধলেন কবীর সুমন। এক্সক্লুসিভ সেই গান আপনাদের সামনে আনল এবিপি আনন্দ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজের প্রশংসা করে বাংলার মানুষকে না ভেবে তাঁর পাশে থাকার বার্তা দিলেন প্রখ্যাত গায়ক।

তাঁর গানের সুর,

ভেবো না বাংলা,

মানুষ আছে সঙ্গে।

ভেবো না বাংলা, 

মানুষ মনে রেখেছে।

মানুষ মনে রাখবে,

ভেবো না বাংলা।

কিছুদিন আগে জয় বাংলা গানে বার্তা দিয়েছিলেন বহিরাগতদের রুখে দেওয়ার আর এবার যেন কবীর সুমনের গলায় বাংলার মেয়ের ওপর ভরসা রাখারই আবেদন বঙ্গবাসীর প্রতি।

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram