Kashipur: অবশেষে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে গাড়িতে তুলতে সক্ষম হয়েছে পুলিশ । Bangla News
কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘর থেকে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট মেলেনি। পরিবারের দাবি, ওই যুবক বিজেপি কর্মী ছিলেন। পরিবার এই ঘটনায় খুনের অভিযোগ করেছে। চিত্পুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর হুমকি দেওয়া হয় বিজেপি যুব মোর্চার ওই নেতাকে।
ইতিমধ্য়েই রণক্ষেত্র চেহারা নিয়েছে কাশীপুর। তৃণমূল ও বিজেপি, দুই রাজনৈতিক দলের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। পরিত্যক্ত বাড়ির দরজা আটকে রয়েছে বিজেপি সমর্থকেরা। তৃণমূল ও বিজেপি সমর্থক কর্মীদের মধ্যে দেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে ধ্বস্তাধস্তি ও মারামারি। তৃতীয়বারের চেষ্টায় ইতিমধ্যেই দেহ তুলে দেওয়া হয়েছে গাড়িতে। গাড়ি রওনা দিয়েচে আর জি কর মেডিক্যাল কলেজের পথে। পিছনে বহু মানুষ, স্থানীয়রা ধাওয়া করছেন।