KMC c-Voter Opinion Poll: সময়ের সঙ্গে বদলেছে চেহারা, রইল বরো ১৬-র পরিচিতি। Bangla News

Continues below advertisement


ঠিক ২৫ বছর আগে। ১৯৯৬-এর ২২ জুন। লর্ডসের বুকে সোনালি অধ্যায়ের সূচনা করলেন এক বঙ্গসন্তান! বাকিটাও ইতিহাস। কলকাতা পুরসভার ১৬ নম্বর বরোর সঙ্গে পরিচয় সারতে গেলে, অবশ্যই ঢুঁ মারতে হয় বেহালার বীরেন রায় রোড। কারণ, এই বরোর ১২৩ নম্বর ওয়ার্ডেই বাস...সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কলকাতার সাবেক ঐতিহ্য আছে, আবার সময় দিয়ে মেট্রো, বাঙালির অধিনায়ক সৌরভের বাড়ি কিংবা বাজার রকমারি এসব নিয়ে বরো ১৬। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram