KMC Election 2021: কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে BJP| Bangla News
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপির (BJP) আর্জি খারিজ। রাজ্য পুলিশের উপরেই আস্থা হাইকোর্টের। পুরভোটে আসছে না কেন্দ্রীয় বাহিনী। নির্দেশে জানালেন বিচারপতি রাজশেখর মান্থা। নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল বিজেপি। পাশাপাশি ভুয়ো ভোটার রুখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত ১৩ নভেম্বর রাজ্য নির্বাচন কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার, মুখ্যসচিব, বিশেষ সচিব, ডিজির বৈঠক হয়েছে। "যে নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হয়েছে, তাতে আমি আশ্বস্ত হয়েছি। আশা করি পুলিশ কমিশনার পর্যাপ্ত পদক্ষেপ করবেন।" পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আনায় বিজেপির আর্জি খারিজ করে জানান বিচারপতি। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল বিজেপি। প্রধান বিচারপতি মামলা করার অনুমতি দিয়েছেন। আগামীকাল সব পক্ষের বক্তব্য শুনবে আদালত।