KMC Election 2021: পুনরুদ্ধার হল নেতাজিনগরে বাস্তুহারা সমিতি, বাম ছাত্র যুবদের পার্টি অফিস | Bangla News

Continues below advertisement

নেতাজিনগরে (Netaji Nagar) বাস্তুহারা সমিতি, বাম ছাত্র যুবদের পার্টি অফিস পুনরুদ্ধার হল। গতকাল তালা খুলে অফিসের দখল নেয় বামেরা। পুরভোটের ফল ঘোষণার দিন বামেদের অফিস দখলের অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। যদিও সেই সময় শাসকদল সেই অভিযোগ অস্বীকার করে। এরপর শাসকদলের তরফেও কড়া বার্তা দেওয়া হয়। তারপর গতকাল বামেদের পতাকা উড়ল অফিসে। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram