KMC Election 2021: শেষবেলায় তারকা সমাগম! মালা রায়ের হয়ে প্রচারে সোহম-জুন-লাভলিরা | Bangla News

Continues below advertisement

আজ সকাল থেকে পুরভোটের শেষলগ্নের প্রচার জমজমাট। কলকাতা পুরসভার (KMC) ৮৮ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মালা রায় (Mala Roy) প্রচার করছেন। তাঁর সঙ্গে রয়েছেন তিনজন তারকা বিধায়ক। সোহম চক্রবর্তী (Soham Chakraborty), জুন মালিয়া (June Malia) এবং লাভলি মৈত্র (Lovely Maitra) আজ তাঁর সমর্থনে প্রচার চালাচ্ছেন। মালা রায় বলেন, "খুব ভালো প্রচার হয়েছে। আমি মানুষের দুয়ারে দুয়ারে গেছি। মানুষ আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন। এই এলাকার মানুষ তৃণমূল ছাড়া কিছু ভাবেন না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram