KMC Election: '২৩ হাজার পুলিশ দিয়ে কলকাতা পুরভোট', জানাল রাজ্য নির্বাচন কমিশন | Bangla News

Continues below advertisement

কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশের আস্থা নির্বাচন কমিশনের। কলকাতা পুরভোটের সুরক্ষায় জানাল কমিশন। রাজ্য় সরকার পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে, আশ্বস্ত রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের পুলিশ মোতায়েন ফর্মুলায় আশ্বস্ত কমিশন, সমস্যা নেই। কলকাতা পুরভোটে আপতত দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর। পুরভোট নিয়ে রাজ্যপালকে জানিয়ে দিল রাজ্য় নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। ভোটের দিন কী পুলিশ ব্যবস্থা, জানাল রাজ্য় নির্বাচন কমিশন। ২৩ হাজার পুলিশ দিয়ে কলকাতা পুরভোট।  ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন থাকবেন অন্তত ২জন সশস্তর পুলিশ। ২৫% বুথে ভিডিওগ্রাফি অথবা সিসিটিভি।  ২৮৬টি সেক্টরে সশস্ত্র পুলিশ, ৭২টি আরটি মোবাইল। কলকাতা পুরভোটে ৩৫টি রেডিও ফ্লাইং স্কোয়াড। কলকাতা পুরভোটে ৭৮টি ক্যুইট রেসপন্স টিম। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram