KMC Election: কাইজার জামিলকে প্রার্থী করায় ক্ষোভ, জাননগর রোডে অনশনে তৃণমূলের মহিলা কর্মীরা | Bangla News

Continues below advertisement

প্রথমে তালিকায় নাম না থাকলেও পরে ৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর  কাইজার জামিলকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। অন্য কাউকে প্রার্থী করা হোক, কোনও কাজ করেনি কো-অর্ডিনেটর। দাবি জানিয়ে পার্ক সার্কাসের জাননগর রোডে অনশনে তৃণমূলের মহিলা কর্মীরা। বিরোধীদের সঙ্গে যোগসাজশ করে প্রতিবাদ, পাল্টা অভিযোগ কাইজার জামিলের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram