Kolkata Municipal Election: ১৪৪টির মধ্যে ১৫-১৬টি আসনে প্রার্থী নয়, সমর্থন কংগ্রেস-ISF-কেও, ঘোষণা বামেদের| Bangla News

Continues below advertisement

কলকাতা পুরভোটে বামেদের প্রার্থী তালিকা।  প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ১ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী পল্লব মুখোপাধ্য়ায়, ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেবলীনা সরকার, ৩ নম্বর ওয়ার্ডে নমিতা দাস, ৪ ওয়ার্ডে কানাইলাল পোদ্দার, ৫ ওয়ার্ডে রমেশ পাণ্ডে, ৬ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী দেওয়ার কথা ঠিক করা হয়েছে সেটি পরে ঘোষণা করা। একে একে ১৪৪টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। কয়েকটি জায়গায় প্রার্থী দিচ্ছে না সিপিএম। ৭ নম্বর ওয়ার্ডে মহান তাপস কুণ্ডু, ৮ নম্বর ওয়ার্ডে মাধব বসু, ৯ নম্বর ওয়ার্ডে দীপিকা ভট্টাচার্য, ১০ নম্বর ওয়ার্ডে করুণা সেনগুপ্ত, ১১ নম্বর ওয়ার্ডে প্রদোৎ নাথ। 

আরও ঘোষণা করা হয়, "কয়েকটি আসনে এখনও কিছু জটিলতা রয়েছে। ১৪৪টির মধ্যে ১৫-১৬টি আসনে প্রার্থী নয়। ওই আসনগুলিতে তৃণমূল ও বিজেপিকে যারা হারাতে পারবে, তাদের সমর্থন। এই সব দলের মধ্যে কংগ্রেস ও আইএসএফ (ISF) আছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram