Kolkata Municipal Election: ঘোষণার পরদিনই জনসংযোগে জোর ১০৭ নং ওয়ার্ডের TMC প্রার্থী লিপিকা মান্নার | Bangla News

Continues below advertisement

কলকাতা পুরভোটে এবারের তৃণমূলের (TMC) প্রার্থীতালিকায় একাধিক নতুন মুখ। সেই নতুন মুখগুলির মধ্যে একজন হলেন লিপিকা মান্না (Lipika Manna)। কলকাতা পুরসভার (KMC) ১০৭ নং ওয়ার্ডের প্রার্থী হয়েই জনসংযোগে মন দিয়েছেন তিনি। প্রচারে বেরিয়ে তিনি বলেন, "নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অসংখ্য ধন্যবাদ। মানুষের কাছে যাব, ১৯ তারিখে আমাকে ভোট দিয়ে জয়ী করার জন্য বলব। আমি কাজ করতে নেমেছি, কাজ করব।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram