Kolkata Municipal Election: সব আসনে জিততে না পারলেও বিকল্প রাজনীতির মতাদর্শে লড়াই, জানাল বামেরা| Bangla News
Continues below advertisement
কলকাতা পুরভোটে বামেদের প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা প্রকাশের আগে প্রমোদ দাশগুপ্ত ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামেদের তরফে বলা হয়, 'স্কুল, ক্লাব, কমিটি সব দখল করছে তৃণমূল। শাসক দলে প্রার্থী তালিকা প্রকাশের আগে দেখা যাচ্ছে অন্তর্দ্বন্দ্ব। শাসক দলের আগে আমরা নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করছি। বাম শরিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে, তার মোকাবিলা করে আমরা ঐক্যে পৌঁছেছি। সব আসনে আমরা বলতে পারিনা জিতবই। কিন্তু ধারাবাহিকভাবে বিকল্প রাজনীতির মতাদর্শে লড়াই করব। যে আসনে শক্তি আছে, সে আসনে লড়াই হবে। পুরভোটে আমাদের শক্তির পরীক্ষা করব। কিছু আসন আছে, যেখানে আমরা ভাল লড়াই দিতে পারি। সাংগঠনিক শক্তি ধরে রাখার জন্য কিছু এলাকায় লড়তে হয়। হেরে যাব জেনেও, কিছু আসনে আমরা বিকল্প দিতে লড়ব। বিজেপি, তৃণমূল বিরোধীতা আমাদের অগ্রাধিকার।'
Continues below advertisement
Tags :
CPM CPI(M) ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Press Meet Kolkata Municipal Election CPI(M) CPIM Press Meet CPIM Candidate List CPI(M)