Morning Headlines: মমতাই দলের এক নম্বর, ২ নম্বরে দলের কর্মীরা, জানিয়ে দিলেন অভিষেক | Bangla News

Continues below advertisement

বিচারব্যবস্থা নিয়ে হলদিয়ার (Haldia) সভায় আক্রমণ, রাজ্যপালের তোপের মুখে শ্যামনগরে (Shyamnagar) জবাব অভিষেকের (Abhishek Banerjee)। 

আসানসোলে (Asansol) হার নিয়ে বিজেপিতেই (BJP) দ্বন্দ্ব। জিতেন্দ্রকে দায়ী করলেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। দলে বলুন, পাল্টা জিতেন্দ্র। 

মমতাই (Mamata Banerjee) দলের এক নম্বর, ২ নম্বরে দলের কর্মীরা। দলের ১ নম্বর-২ নম্বর বিতর্কের মধ্যেই জানিয়ে দিলেন অভিষেক। 

মোদি সরকারের অষ্টম বর্ষপূর্তি। কলকাতায় রেলমন্ত্রী। রাজ্যে ২৫টি স্টেশন, অডিটোরিয়ামে শোনানো হবে মোদির ভার্চুয়াল-ভাষণ। ব্যর্থতার তালিকা নিয়ে নিশানা বিরোধীদের। 

ভরদুপুরে বেলেঘাটায় আক্রান্ত ব্যবসায়ী। তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। আক্রান্তকে না চেনার দাবি অভিযুক্তের। বয়ান রেকর্ড করে তদন্তে পুলিশ। 

খাস গড়িয়াহাটে ভর দুপুরে পেট্রোল পাম্পে তাণ্ডব, গ্রেফতার ৩। টায়ার পাংচারে দেরি হওয়ায় মারধর, অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। 

হাওয়ালা মামলায় ইডির হাতে গ্রেফতার কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী। কলকাতার সংস্থার সঙ্গে বেআইনি লেনদেনের অভিযোগ। ৩ জুন মাধ্যমিকের রেজাল্ট। ১০টা থেকে দেখা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। প্রকাশিত হবে মেধা তালিকা। রেজাল্টের দিনই মিলবে মার্কশিট।

ইউপিএসসিতে বাজিমাত। শীর্ষে শ্রুতি শর্মা। দ্বিতীয় কলকাতার অঙ্কিতা আগরওয়াল, তৃতীয় গামিনি। ৯৪ নম্বরে মেদিনীপুরের ইন্দ্রাশিস। 

 অনলাইন চেয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে আন্দোলন। পাল্টা অফলাইন দাবি পড়ুয়াদের একাংশের। মিলিয়ে মিশিয়ে হবে পরীক্ষা, জানাল কর্তৃপক্ষ। সাড়ে ৮ ঘণ্টা পর ঘেরাওমুক্ত উপাচার্য। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram