প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে চিঠি লিখেছেন সারদাকর্তা Sudipto Sen! সামনে এনে তদন্ত চাইলেন Kunal Ghosh
Continues below advertisement
সারদা মামলায় সুদীপ্ত সেনের একটি চিঠি সামনে এনে বিস্তারিত তদন্তের দাবি জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, আজই ব্যাঙ্কশাল আদালত থেকে তিনি ওই চিঠির সার্টিফায়েড কপি তুলেছেন। তৃণমূলের মুখপাত্রের দাবি, প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে ধৃত সারদা কর্তা ২১ পাতার চিঠিটি লিখেছেন। ব্যাঙ্কশাল আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছাড়াও প্রধানমন্ত্রী (Narendra Modi), মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), রাষ্ট্রপতি (Ramnath Kovind), সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এবং সিবিআইয়ের (CBI) ডিরেক্টরের উদ্দেশ্যে সুদীপ্ত ওই চিঠি লিখেছেন বলে দাবি কুণাল ঘোষের।
Continues below advertisement
Tags :
Sarada Case Sudipta Sen ABP Ananda LIVE Kunal Ghosh CBI Abp Ananda West Bengal Elections With ABP Ananda TMC West Bengal Elections 2021