Kunal Ghosh: তথাগতর বিস্ফোরক মন্তব্যে কড়া ভাষায় তোপ দাগলেন কুণাল ঘোষ । Bangla News
ফের বিস্ফোরক অভিযোগ তথাগত রায়ের। ট্যুইটে তাঁর লিখিত অভিযোগ, বিজেপির নিচের তলায় তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের মাইনে করা অনেক কর্মী আছে। তাঁদের চিহ্নিত করা না গেলে বিজেপিকে জেতানো অসম্ভব। দলেরই এক কর্মীর থেকে এই তথ্য তিনি পেয়েছেন বলে তথাগতর দাবি। দিনকয়েক আগে বঙ্গ বিজেপিকে বিদায়ের বার্তা দিয়ে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছিলেন তথাগত রায়। যদিও সোশাল মিডিয়ায় তিনি এখনও নিজেকে বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসেবে দাবি করেন।
এ বিষয় কুণাল ঘোষ বলেন, আসল কঙ্কালটা সঠিক জায়গায় ধরেছেন তথাগত রায়। বিজেপিতে যারা আছেন, তাদের অধিকাংশই তো বিজেপির মধ্যে নেই। শুধু নীচের তলার কর্মীদের উপর দোষ দিচ্ছেন কেন? ভোটের আগেও প্রকাশ্য সভায় বলতাম, বিজেপির ১০ জন নেতা কোনও রণকৌশল ঠিক করুন, গোপন বৈঠকে। আধ ঘণ্টার মধ্যে জন গনের সামনে বলে দেব আপনারা বৈঠকে কী করেছেন।