Madan Mitra Exclusive: যখন চলে যাব, লোকে যেন বলতে পারে লোকটা ইমানদার ছিল: মদন| Bangla News

Continues below advertisement

এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মদন মিত্র (Madan Mitra) বলেন, "যদি কাউকে কথা দিয়ে থাকি, আছি তাঁর সঙ্গে, তাহলে কেউ জানুক আর না জানুক, সে জানে আছি তাঁর সঙ্গে। আমার যা ভাল লাগে, আমি তা করি। তোমার ভাল লাগলে তুমি আমার কাছে থাকবে। তোমার ভাল যদি না লাগে আমি বলব তুমি যেও না, কিন্তু চলে গেলে তো আমার কিছু বলার নেই। অনেকেই জানতে চায় পরে দলে যোগ দিয়ে পদ পেয়ে যাচ্ছে কেউ কেউ, তা নিয়ে কোনও ক্ষোভ নেই, তাদের বলি রবীন্দ্রনাথের ১০০ বছর আগে থেকে লোকে কবিতা লেখে তাদের আগে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, এগুলো কোনও ব্যাপার নয়। আমার চোখ দেখলে লোকে বুঝতে পারবে কী বলতে চাই, কিন্তু আমি যদি হালকা আবরণে থাকি, তাহলে বুঝতে পারি কে কে লক্ষ্য করছে, কে করছে না। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যখন চলে যাব, লোকে যেন বলতে পারে লোকটা ইমানদার ছিল।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram