Madan Mitra Exclusive: রঙিন সানগ্লাসের রসায়ন, খোলসা করলেন মদন | Bangla News
এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সানপ্লাস পরে থাকা থেকে জীবনযাত্রা, সব নিয়ে খোঁজ দিলেন তিনি। মদন মিত্র বলেন, "আমার চোখ দেখলে মানুষ বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। আমি যদি একটু হালকা আবরণে থাকি তাহলে আমি বুঝতে পারি কে কে লক্ষ্য করছে, আর কে কে করছে না। ছোটবেলায় আমি জানতাম না আমি এমএলএ ও মন্ত্রী হব। এমন অনেক কিছুই করেছি যা এমএলএ মন্ত্রীদের করা উচিত নয়। এবিপিকে বলব একটি ভোট করতে যে মদন মিত্রের পক্ষে কত মানুষ ও বিপক্ষে কত মানুষ। ইন্সটাগ্রামে আমার ৫৪% ফলোয়ার ১৮ থেকে ২৫ বছর বয়সী। তার মধ্যে ৪৮% মহিলা। একদিন আমার ৩ জন ফলোয়ার কমে গিয়েছিল সেই দিন আমার সমর্থকরা খুঁজেছে কেন ৩ জন কমে গেল। পুজো এলেই মনে পড়ে বসন্ত কেবিনের কথা, দিলখুশার কথা। মাকে তো ছাড়তেই হবে। নর্থ কলকাতার প্রতি আমার একটি আলাদা দুর্বলতা রয়েছে। এখানে এমন কোনও রক নেই যেখানে আমি আড্ডা মারিনি। আমার একটাই প্রার্থনা পরেরবার দোলা, গজ এসব কিছুই দরকার নেই। আমরা তোমায় সোনার ডালায় করে নিয়ে আসব তুমি সত্যিকারের মমতাকে কাজ করতে দাও। ২০২২-এ আমার মনে হয় বাংলায় রেঁনেসা আসছে। অনেক কষ্টে আমরা ২০২০ ও ২০২১ কাটালাম মায়ের কাছে প্রার্থনা আমরা ২০২২ যেন সবচেয়ে ভালভাবে কাটাতে পারি।"