Madan Mitra: 'মোদি সরকার গোটাটাই মিথ্য়ের উপর দাঁড়িয়ে আছে', দুর্গাপুর বিমানবন্দরের ছবি ইস্যুতে আক্রমণ মদনের | Bangla News

Continues below advertisement

দুর্গাপুর বিমানবন্দর উত্তরাখণ্ডে! "আমাদের উন্নয়নকে দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই, মা ফ্লাইওভারের পর এবার কাজী নজরুল ইসলাম (দুর্গাপুর) বিমানবন্দর। কীভাবে প্রকৃত উন্নয়ন করতে হয়, তার শিক্ষা দিতে পেরে আমরা খুশি", বিজেপিকে (BJP) খোঁচা দিয়ে ট্যুইট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (AITC)। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটকে রিট্যুইট তৃণমূলের। এই মুহূর্তে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটার হ্যান্ডলে নেই ট্যুইটটি।

এই নিয়ে তৃণমূল (TMC) নেতা মদন মিত্র (Madan Mitra) বলেন, "মোদি সরকার গোটাটাই একটা মিথ্য়ের উপর দাঁড়িয়ে আছে। বিজেপির পচন ধরেছে অথবা নাগপুরের কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। অথবা পচন ধরেছে। না হলে ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার বেইজ্জত কেউ করে না। এরপর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) ছবি দিয়ে ওদের বলতে হবে এই ধরনের নেত্রী ওদের চাই। চিন্তা করছি এই রকম মুখ দিয়েই ২৪-এর নির্বাচন লড়বে। তবেই ওদের পাপের প্রায়শ্চিত্ত হবে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram