Mamata At Purulia: বিজেপি হঠাও দেশ বাঁচাও-র সূচনা বাংলা থেকেই: Mamata

Continues below advertisement

নন্দীগ্রামে আহত হওয়ার পর, আজ প্রথম জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  পুরুলিয়ায় আজ জোড়া সভা করার কথা তাঁর। আজ ঝালদার হাইস্কুল মাঠে প্রথম নির্বাচনী সভাতে হুইলচেয়ারে বসেই ভাষণ দেন তিনি। ঝালদার সভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  তিনি বলেন, "পুরুলিয়াতে একাধিক প্রকল্প করেছি আমরা, অনেক কাজ করেছি। আমরা যেমন দুয়ারে সরকার করেছি এরপর থেকেও সরকার আপনার দরজায় যাবে, আপনাদের প্রয়োজন মতো সব কাজ করে দেব।" ঝালদার সভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, "বিজেপি খারাপ কথা বলা ছাড়া কিছু করে? প্রধানমন্ত্রী তো দেশ চালাতে পারে না। স্বৈরাচারী সরকার। ওরা ভাবে ভারতে বিজেপি ছাড়া আর কেউ থাকবে না। আমি বলছি বিজেপি হঠাও দেশ বাঁচাও, তার সূচনা এই বাংলা থেকেই শুরু হবে”। পাশাপাশি কংগ্রেসকে (Congress) আক্রমণ করে তিনি বলেন, "অথর্ব পাথরের মতো বসে আছে ২০ বছর ধরে, এবার ধাক্কা দিয়ে সরিয়ে দিন।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram