Mamata Delhi Visit: দিল্লি থেকে মিশন 'HOPE-24' ঘোষণা মমতার
চব্বিশে দিল্লির লড়াই, বুধবার সেই দিল্লি থেকেই মিশন 'HOPE-24' ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপিকে (BJP) হারাতে গেলে সবাইকে এক হতে হবে, দিল্লিতে বার্তা মমতার।
মোদি-বিরোধী জোটে তিনি যে নেত্রী হতে চান না, তা গত ২১ জুলাই শহিদ দিবসের বক্তৃতাতেই স্পষ্ট করে দিয়েছিলেন। বুধবার সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকের পর তৃণমূলনেত্রীর গলায় উঠে এল সেই কথাই। জানিয়ে দিলেন, নেত্রী নন, ক্যাডার হয়েই থাকতে চান তিনি। পেগাসাসকাণ্ড নিয়ে তোলপাড় দেশের রাজনৈতিক মহল। এই প্রেক্ষাপটেই এদিন কংগ্রেস সভানেত্রীর সঙ্গে হাই-ভোল্টেজ বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এই বৈঠক ঘিরে কেন্দ্রীয় রাজনীতিতে তুমুল জল্পনা ছিল। বিকেল সাড়ে ৪টেয় ১০ নম্বর জনপথে গিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাহুলের উপস্থিতিতে সনিয়া গাঁধীর সঙ্গে সদর্থক বৈঠক হয়েছে।’