Mamata Banerjee at Nandigram: ' কেউ কেউ ‘ইধার-উধার’ করছে, অত চিন্তা করার কারণ নেই,' নন্দীগ্রামে বললেন মমতা

Continues below advertisement
নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নন্দীগ্রাম আন্দোলনের কথা বলেন। তিনি বলেন, এখানে কোথায় হেলেঞ্চার বড়া পাওয়া যায় জানি। আবু সুফিয়ান, আবু তাহেরের বাড়ি চিনি। আমিই লিখেছি, নন্দী মা। কেউ কেউ একটু ইধার উধার করছে। আগে তো সুপ্রকাশ গিরির সঙ্গে লড়, তারপর তৃণমূল কংগ্রেসকে লড়বে। কেউ কেউ যেতেই পার, স্বাধীনতা। রাজনীতিতে তিন ধরনের লোক হয়, একদল লোভী, একদল ভোগী, আর একদল ত্যাগী। যারা ত্যাগ করতে জানে তারা কোথাও যাবে না। আর একদলের প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা। সেই টাকা রক্ষা করতে তারা দল ছাড়ছে। বিজেপি নেতারা বলছে, হয় জেলে নয় ঘরে। তৃণমূল করলে জেলে ভরব, বিজেপি ওয়াশিং মেশিন। কালো হয়ে ঢুকবে, সাদা হয়ে বেরিয়ে আসবে।


 
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram