Mamata Banerjee: 'ত্রিপুরায় নির্বাচনের নামে প্রহসন, গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়েছে', দিল্লি সফরের আগে মমতা | Bangla News
আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লি সফরের আগে তিনি বলেন, "বিজেপিশাসিত ত্রিপুরায় গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়েছে। সায়নীর (Saayoni Ghosh) মতো এক শিল্পীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। কাল থেকে ওকে গ্রেফতার করে রাখা হয়েছে। অত্যাচারের পর অত্যাচার করা হচ্ছে। চিকিৎসাটুকুও দেওয়া হচ্ছে না। জানি না এখন কোথায় গেল মানবাধিকার কমিশন। আমি আজ দিল্লি (Delhi) যাচ্ছি। তৃণমূলের সাংসদরা গতকাল থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) সঙ্গে দেখা করার জন্য সময় চাইছেন। ত্রিপুরায় নির্বাচনের নামে প্রহসন চলছে। আমি প্রধানমন্ত্রীর (Narendra Modi) সঙ্গে দেখা করতে যাচ্ছি। বিশেষ করে বিএসএফের (BSF) ইস্যু নিয়ে কথা বলব। কেন্দ্রের গা-জোয়ারি মানব না। বিজেপি মনে করছে বিএসএফ নামে বিজেপি আর বিএসএফ মানেই বিজেপি-সেফ - তা তো নয়। এরা গায়ের জোরে বিভিন্ন সংস্থাকে দলের কাজে লাগাচ্ছে।"