Mamata Banerjee: 'বিজেপি বাংলায় হিংসার কথা বলছে, আগে ত্রিপুরাকে দেখুন', কটাক্ষ মমতার | Bangla News
তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। কাল উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। যাবেন কার্শিয়ঙেও। আজ শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "বাংলাটা এখনও ত্রিপুরা হয়ে যায়নি। আমরা থাকাকালীন তা হওয়া সম্ভব নয়। বাংলাটা ত্রিপুরা নয় যে, গেলেই মাথায় মারো। একে তো মারছে। মারার পরে হাসপাতালে চিকিৎসাও করতে দিচ্ছে না। এরাই আবার মানবাধিকারের কথা বলে। ত্রিপুরায় একটা মিছিল করতে দেওয়া হয় না। সন্তোষমোহনের মেয়ের উপরও হামলা হয়েছে। বিজেপি বাংলায় হিংসার কথা বলছে, আগে ত্রিপুরাকে দেখুন। উত্তরপ্রদেশেও ঢুকতে দেওয়া হয় না।" পাশাপাশি করোনার টিকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ৭ কোটি টিকা এখনও পর্যন্ত দিতে পেরেছি। আমাদের প্রয়োজন ১৪ কোটি টিকা, পেয়েছি ৭ কোটি। সবাইকে ডবল ডোজ না দিতে পারলে ১০০ শতাংশ বলব কী করে? সত্যি কথা বলা ভাল, সত্যি আড়াল করা ঠিক নয়। দেশে বলা হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। ডবল ডোজ পেয়েছে মাত্র ২৯ কোটি মানুষ। টিকা নিয়েও জুমলা করছে, হ-য-ব-র-ল।"