Mamata Banerjee: ২০২৪-এর মধ্যে রাজ্যজুড়ে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেব, আশ্বাস মমতার| Bangla News

Continues below advertisement

আজ দক্ষিণ কলকাতায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "২০২৪-এর মধ্যে রাজ্যজুড়ে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেব। দেশের প্রায় সব জায়গায় জলকর নেওয়া হয়। কিন্তু বাংলায় জলের উপর কর নেওয়া হবে না। কেন্দ্র জলকর বসাতে চাপ দিয়েছিল। কিন্তু মানুষের উপর জলের জন্য কর চাপাতে পারব না। বাংলায় কোনও উদ্বাস্তু কলোনিকে উচ্ছেদ করা যাবে না। উদ্বাস্তু কলোনিতে আইনত পাট্টা দেওয়া হবে। কেন্দ্রের সরকারি জমিতে গড়ে ওঠা কলোনি থেকেও উচ্ছেদ করা যাবে না। যখন রেলমন্ত্রী ছিলাম, মেট্রো রেলের ২ লক্ষ কোটি টাকার প্রকল্প করেছিলাম। আমি থাকলে ১ বছরে মেট্রোর কাজ শেষ করে দিতাম। মাঝেরহাট থেকে টালিগঞ্জ, যাদবপুর থেকে গড়িয়া, বাইপাস থেকে নিউটাউন। নতুন উড়ালপুল তৈরি হবে, যানজটমুক্ত হয়ে যাবে কলকাতা। নতুন করে আর পরিকাঠামো তৈরি করা যাবে না।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram