Mamata Banerjee Injury: নন্দীগ্রামে আহত মমতা, কালো কাপড় বেঁধে কমিশনে TMC প্রতিনিধি দল
আজ তৃণমূল কংগ্রেসের (TMC) ৬ সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনে যান। দলে রয়েছেন ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien), সৌগত রায় (Saugata Roy), শতাব্দী রায় (Shatabdi Roy), কাকলি ঘোষ দস্তিদার ((Kakali Ghosh Dastidar), শান্তনু সেন (Shantanu Sen)। তাঁরা নির্বাচন কমিশনে (Election Commission) গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দেন। প্রতিনিধিরা সকলেই হাতে কালো কাপড় বেঁধেছিলেন প্রতিবাদ জানানোর জন্য। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহত হওয়ার ঘটনার পরই নিরাপত্তায় গাফিলতি নিয়ে গতকাল প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। সেই মর্মে কলকাতার নির্বাচন কমিশনের দফতরে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ জানাতেই আজ দিল্লিতে (Delhi) তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তাঁরা অনুরোধ করেন, যাতে নির্বাচন কমিশন এই অভিযোগগুলিকে আমল দিয়ে দেখে।