Mamata Banerjee: 'সারা ভারতে কলকাতা সব থেকে সুরক্ষিত', চৌরাস্তায় জনসভায় বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় | Bangla News

Continues below advertisement

আজ বেহালা চৌরাস্তায় সভা করেন মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি বলেন, "যতটুকু প্রয়োজন ততটুকু সবার থাক। তাহলে বাংলা ভাল থাকবে। যে কোনও রাজ্যের তুলনায় বাংলার মানুষ আজও স্বচ্ছতার সাথে, মূল্যবোধের সাথে, আদর্শের চলে। একজন ব্য়ক্তির জন্য এটাকে আমরা নষ্ট হতে দেব না। একটা পচা শামুক থাকলে সেটাকে বাদ দিয়ে দিন। এই কলকাতা নবজাগরণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলের জন্ম দিয়েছে। আমার গর্ব হয় এই কলকাতকে দেখে সারা ভারত শিক্ষা নেয়। কলকাতা আজও সবচেয়ে সুরক্ষিত শহর সারা পৃথিবীতে ও সারা ভারতে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram