Mamata Banerjee: 'যে কোনও বড় কাজে যাওয়ার আগে আমি বেহালার মাটি ছুঁয়ে যাই', চৌরাস্তার সভায় এসে বললেন মমতা বন্দ্য়োপাধ্যায় | Bangla News

Continues below advertisement

আজ বেহালা চৌরাস্তায় সভা করেন মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি বলেন, "যে কোনও বড় কাজে যাওয়ার আগে, যে কোনও বড় প্রোগামে যাওয়ার আগে আমি বেহালার মাটিটা ছুঁয়ে যাই। এই কথাটা আমি প্রতিবার এসে আপনাদের মনে করিয়েও দিই। যাতে আপনারা আমায় না ভোলেন আর আমি আপনাদের না ভুলি। আমার রাজনীতির হাতেখড়ি এখান থেকে। আমি যখন যাদবপুরে দাঁড়িয়ে ছিলাম প্রথমবার তখন বেহালা আমার সাথে ছিল। আবার যখন আমি দক্ষিণ কলকাতায় দাঁড়িয়েছি তখনও আপনারা আমার সঙ্গে ছিলেন। আপনাদের বাদ দিয়ে আমি চলি না, আমার কাজ চলে না। গর্ব করে বলতে হয় ফিতে কে কাটবে আমার দেখার দরকার নেই, এই বেহালার মেট্রোরেলের সবটাকা আমি দিয়ে গিয়েছিলাম। কারণ আমি জানতাম একদিন না একদিন এটা সম্পূর্ণ হবে। বাংলায় সবচেয়ে বেশি ব্রিজ আছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram