Mamata Banerjee PC: দিল্লি গিয়ে সময় পেলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব: মমতা
নবান্ন থেকে দিল্লি যাওয়া নিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “আমি নির্বাচনের পরে করোনার বাড়াবাড়ির জন্য দিল্লি (Delhi) যেতে পারিনি। কিন্তু এখন করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আমি সংসদের অধিবেশন চলাকালীন যদি দিল্লি যাই, সবার সঙ্গে দেখা হবে আশা করি। নতুন, পুরনো সব বন্ধুরা রয়েছেন। কবে যাব ঠিক করিনি। কিন্তু গেলে কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করব। সময় পেলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব।" পাশাপাশি কোভিড পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর উত্তরপ্রদেশের প্রশংসা সম্পর্কে তিনি বলেন, “প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন উত্তরপ্রদেশে কী অবস্থা। ওখানে আইনের কোনও শাসন নেই। কটি কমিশন, কটি এজেন্সি তিনি ওখানে পাঠিয়েছেন?”
একইসঙ্গে করোনা টিকা নিয়ে কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, "এমাসেও ৭৫ লক্ষ দেওয়ার কথা বলে মাত্র ২৫ লক্ষ পেয়েছি। এব্যাপারে আমরা আবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। ভ্যাকসিন না আসায় ৭দিন ভ্যাকসিন দেওয়া বন্ধ ছিল। আজকেও প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) ভ্যাকসিন নিয়ে ফের চিঠি দিয়েছি। হয়তো কোনও উত্তর পাব না, তাও চিঠি দিয়েছি। কিছু কিছু সংস্থাকে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বদনাম করা হচ্ছে, হারের পরেও রাজনৈতিক উদ্দেশ্যে বদনাম করার চেষ্টা চলছে।"