Mamata Banerjee: 'আগামী দিনে যা দরকার, অনলাইনেই চাইবেন, ৭দিনে হবে', নির্বাচনী জনসভায় বললেন মমতা। Bangla News

Continues below advertisement

ফুলবাগানে মমতার নির্বাচনী জনসভা। পুরভোটের প্রচারে প্রথম সভা মমতার (Mamata Banerjee)। আজ তিনি বলনে, বাড়ি তৈরির সামগ্রী কোথা থেকে কিনবে, কাউন্সিলর ঠিক করবে না। আমার এলাকায় ঘর করবেন, এটা দিতে হবে, এটা চলবে না। এখন বাড়ির প্ল্যানের অনুমতি অনলাইনে হয়ে গেছে। আগামী দিনে যা দরকার, অনলাইনেই চাইবেন, ৭দিনে হবে, এটা আমি চাই। শিল্পক্ষেত্রেও এটা আমরা করতে যাচ্ছি। যারা আবেদন করেছেন, খতিয়ে দেখে করে দাও। কেন মুখ দেখতে হবে, আবেদন করলে খতিয়ে দেখে কাজ করে দাও। পুরভোটের মুখে দলীয় প্রার্থীদের উদ্দেশে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার কাছে কিছু এলে, খতিয়ে দেখে ব্যবস্থা নিই। এলাকায় কে বাড়ি করবে, কাউন্সিলর ঠিক করবে না। কোনও জায়গায় বিপদ হলে কাউন্সিলর প্রথমে ছুটে যাবে। 
যিনি এসব দেখতে পারবেন না, তিনি কাউন্সিলর হবেন না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram