Mamata Banerjee: 'যখন কেউ কেউ নিজেকে সামলাতে পারে না, তখন হামলার পথ বাছে', মন্তব্য মমতার । Bangla News
আমি চাই, মে-জুনের মধ্যে জিটিএ নির্বাচন হোক। পঞ্চায়েত নির্বাচনও চাই। পাহাড়ে দ্বিস্তর পঞ্চায়েত আছে। কেন্দ্রীয় সরকারকে বলব, আইনটা করে দিন। তাহলে পাহাড়েও ত্রিস্তর পঞ্চায়েত করতে পারি। আমি চাই, সব জায়গায় শান্তি থাকুক। যখন কেউ কেউ নিজেকে সামলাতে পারে না, তখন হামলার পথ বাছে। ৩ দিন আগে ১০ জন বাড়িতে পুড়ে মরে গেল। কেউ সাপোর্ট করতে পারে না। ৬ দিন আগে ৪ জনের মৃতদেহ এল কেরল থেকে। একবারও তো সিপিএমের নেতারা বললেন না কী করে হল?কংগ্রেসের নেতারাও তো কিছু বললেন না। আপনাদের রাজ্য থেকে মৃতদেহ আসছে। কী বিজেপি, মুর্শিদাবাদে কাশ্মীর থেকেও তো মৃতদেহ এসেছে। বীরভূমে একটা ঘটনা ঘটেছে, এটা নিন্দনীয়।খুন হয়েছে তৃণমূল, আগুন লাগল যাঁদের বাড়িতে। হ্যাঁ, প্রথমে পুলিশের ভুল ছিল। ওসি, এসডিপিওকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্লক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। সব তৃণমূলের লোক গ্রেফতার হয়েছে। উত্তরবঙ্গ সফরে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।