Mamata Goa Visit: 'ভোট এলেই ধর্মকে হাতিয়ার করে বিজেপি', গোয়ার আসানোরার সভা থেকে আক্রমণ মমতার | Bangla News

Continues below advertisement

আজ গোয়ায় আসানোরায় সভা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তিনি বলেন, "গোয়ায় জোট করেছি, ভয় পেয়েছে বিজেপি (BJP)। গোয়ার ভোটে বিজেপিকে শেষ করতে হবে। বিজেপির দাদাগিরি গোয়ায় চলবে না । গোয়ার মানুষই গোয়া শাসন করবে। বিজেপি ধর্মের সার্টিফিকেট দেবে আমাদের? বিজেপির থেকে সার্টিফিকেট নেব না। ভোট এলেই ধর্মকে হাতিয়ার করে বিজেপি। ভোট এলেই গঙ্গায় ডুব দেয় বিজেপি। গঙ্গাকে অপবিত্র করেছে বিজেপি। ভোট এলেই হিন্দু-মুসলিম করে বিজেপি। আমরা ধর্মে ধর্মে ভেদাভেদ করি না। চক্রান্ত করেই খুন করা হয়েছে লখিমপুরে। লখিমপুরকাণ্ডে রিপোর্ট দিয়েছে সিট। উত্তরপ্রদেশ মুখ্য়মন্ত্রী ইস্তফা দেবেন? স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত নয়? বিজেপিকে হারাতে চাইলে জোট
 বাঁধুন। ভোট ভাগাভাগি করবেন না। যারা বিজেপিকে ক্ষমতায় এনেছিল তারা বুঝেছে বিজেপি কী ভয়ঙ্কর। বিজেপি ফেক ভিডিও তৈরি করে প্রচার করে। বাংলাদেশের ঘটনা বাংলার বলে চালায়। বাংলায় হিংসা হয়নি। ভোট কাটাকুটি করবেন না, আমরাই জিতব। আমি যা বলি, তাই করি। মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। বিপর্যয় থেকে বাঁচাতে হবে। কংগ্রেস শুধু বড় বড় কথা বলে। আগে বিজেপির সঙ্গে লড়াই করুক কংগ্রেস। আগে লড়াই করুক তারপর বুঝব। শুধু ভোট এলে মানুষের কথা ভাবে কংগ্রেস। আমরা সবসময় মানুষের পাশে থাকি।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram