Mamata in Goa: 'কংগ্রেস-বিজেপির মতো নই, আপোস করি না', কলকাতা রওনা দেওয়ার আগে বললেন মমতা | Bangla News

Continues below advertisement

তিনদিনের গোয়া সফর শেষে আজই রাজ্যে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে তৃণমূলনেত্রীর সঙ্গে দেখা করলেন আঞ্চলিক দল গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই। সকাল সাড়ে ১১টা নাগাদ ওল্ড গোয়ার বম জেসাস চার্চ থেকে সোজা চলে যাওয়ার কথা মাপুসায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁর কলকাতায় রওনা দেওয়ার কথা। এর আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা ভোট বিভাজনে বিশ্বাস করি না। আমরা কংগ্রেস (Congress) ও বিজেপির (BJP) মতো নই। এই দুই দল নিজেদের সঙ্গে আপোস করে। তৃণমূল কংগ্রেস তা করে না। গোয়ার সঙ্গে বাংলার অনেকক্ষেত্রে মিল আছে। তৃণমূল গোয়াকে গুরুত্ব দিয়ে দেখছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram