Mamata in Mumbai: 'ঐক্যই আমাদের শক্তি, বিজেপি বাংলার ঐক্য নষ্ট করতে সব চেষ্টা করেছে', তোপ মমতার | Bangla News

Continues below advertisement

আজ মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, "বাংলায় বিনামূল্যে রেশন দেওয়া হয়। কৃষকদের জন্যও কৃষকবন্ধু প্রকল্প চালু করা হয়েছে। পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এমএসএমই-তে (MSME) বাংলা দেশের মধ্যে প্রথম। ই-টেন্ডারিংয়ে বাংলা দেশের মধ্যে প্রথম।" তিনি যোগ করেন, "পড়ুয়াদের বিনামূল্যে পোশাক, জুতো, ট্যাব দেওয়া হচ্ছে। শিল্পীদের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে। মেয়েদের উচ্চশিক্ষার জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়।" তিনি যোগ করেন, "ঐক্যই আমাদের প্রধান শক্তি। বিজেপি (BJP) বাংলার ঐক্য নষ্ট করার জন্য সব চেষ্টা করেছে। কিন্তু মানবিকতাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। নাগরিক সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিজেপির অগণতান্ত্রিক মনোভাবকে রুখতে হবে। দেশ, সমাজকে ভাগ করতে দেওয়া যাবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram