মণীশকাণ্ডে ধৃতদের ১৪ দিনের সিআইডি হেফাজত! ‘মোটা টাকার লেনদেন’ দাবি পরিবারের
Continues below advertisement
মঙ্গলবার সকালে আদালতে তোলা হয়েছে মণীশ শুক্ল খুনে ধৃত দুই জনকে। বিচারকের কাছে সিআইডি হেফাজতের আবেদন করা হয়েছিল বিজেপি ও মণীশের পরিবারের তরফে। সেই আবেদন মেনে ১৪ দিনের হেফাজত মঞ্জুর করল আদালত। যদিও আদালত চত্বরে নিজেকে নির্দোষ দাবি করে মহম্মদ খুররম। এদিকে, এই ঘটনায় যে এফআইআর হয়েছে, তার একদম ওপরের দিকে নাম রয়েছে ব্যারাকপুর ও টিটাগড়ের পুর প্রশাসকের নাম। মোট আট জনের নাম রয়েছে এই এফআইআরে। মণীশের পরিবারের সূত্রে অভিযোগ, "মোটা টাকার বিনিময়ে এই খুনের সুপারি দিয়েছিলেন ব্যারাকপুর ও টিটাগড়ের পুর প্রশাসক।“ যদিও এই অভিযোগ উড়িয়ে দুই তৃণমূল নেতা জানিয়েছেন, তাঁদেরকে জোর করে ফাঁসানো হয়েছে। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Continues below advertisement