Matua Maha Dharma Mela: মেলা হবে, নাকি হবে না? চরমে মমতাবালা-শান্তনু সংঘাত
Continues below advertisement
মতুয়া মহাধর্মমেলার (Matua Maha Dharma Mela) আয়োজন নিয়ে এবার মমতাবালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের দ্বন্দ্ব প্রকাশ্যে। গতকালই মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) জানিয়েছেন, এবছর করোনা পরিস্থিতির কারণে মতুয়া মহাধর্মমেলা হচ্ছে না। গাইঘাটা এলাকায় কয়েকজন করোনা (Corona) আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানান তিনি। যদিও আরেক সংঘাধিপতি শান্তনু ঠাকুর (Shantanu Thakur) জানিয়েছেন, আগামী ৯ এপ্রিল নির্দিষ্ট সময়েই মেলা হবে। এই নিয়ে দু'তরফের সংঘাত বেঁধেছে। করোনা পরিস্থিতির কারণে গতবারও মেলা হয়নি।
Continues below advertisement