রাজভবনে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ মোদির, আলোচনায় উঠে এল বাংলার হিংসার কথা, খবর সূত্রের
Continues below advertisement
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাজভবনে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির। সূত্রের খবর, প্রধানমন্ত্রী জানতে চান, কেন বাংলায় এত হিংসাত্মক ঘটনা ঘটল? কারা করেছে? বিজেপি নেতারা উত্তর দেন, বাংলাদেশি অনুপ্রবেশকারী আর শহুরে নকশালরা এর পিছনে আছে। বিজেপি সূত্রের দাবি, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর, ছবি ও পেপার কাটিং, বই আকারে, প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বিজেপি নেতারা। সেই সঙ্গে তাঁরা দাবি করেন, রাজ্যে দলের জনসমর্থন বাড়ছে। তুলনায় জনপ্রিয়তা কমছে তৃণমূলের। সূত্রের খবর, বঙ্গ বিজেপি নেতাদের মোদি নির্দেশ দেন, লাগাতার প্রচার আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রচারের কোনও বিকল্প নেই। সূত্রের খবর, সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি নিয়ে মানুষকে বোঝানোর পরামর্শও দেন মোদি।
Continues below advertisement