Morning Headline: তৃণমূলে জয়প্রকাশ, রাজ্য থেকে জেলা, তৃণমূলের সাংগঠনিক রদবদলে পুরনোদেরই গুরুত্ব।Bangla News

Continues below advertisement

রাজ্য থেকে জেলা, তৃণমূলের সাংগঠনিক রদবদলে পুরনোদেরই গুরুত্ব। উত্তর কলকাতায় ফিরলেন সুদীপ, বনগাঁয় গোপাল, কৃষ্ণনগরে কল্লোল।

ববি, চন্দ্রিমাকে আরও গুরুত্ব। মেয়রের সঙ্গে পুরমন্ত্রীর দায়িত্বে ফের ববি। রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী চন্দ্রিমা। রাজ্য মহিলা তৃণমূলেরও দায়িত্ব। 

 মমতার মঞ্চে পিকের প্রত্যাবর্তন। অভিষেকের সঙ্গে থাকলেন সাংগঠনিক সভায়। বিজেপি ফেরত সব্যসাচী-রাজীবকে উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব

কোচবিহারের দায়িত্বে ফিরলেন পার্থপ্রতীম। টিএমসিপির সভাপতির মাথায় জয়া। 

পুরভোটের ভরাডুবির মধ্যেই ফের ধাক্কা গেরুয়া শিবিরে। বিজেপি ছেড়ে এবার তৃণমূলে জয়প্রকাশ। মঞ্চেই পেলেন দায়িত্ব। 

লকেটের সঙ্গে বৈঠকের পরের দিনই তৃণমূলে জয়প্রকাশ। দলে যোগ দিয়ে তিনি বললেন, 'মমতা হচ্ছে মেসির মতো'। 'হঠকারী সিদ্ধান্ত', পাল্টা লকেট।

উল্টোপাল্টা বলে ভাইরাল হলাম। এসব দল সহ্য করবে না। এটাই শেষ সুযোগ। নাম না করে মদনকে কড়া বার্তা মমতার। 

মমতার হুঁশিয়ারির পরেই সুর নরম মদনের। 

হঠাৎ অসুস্থ মদন মিত্র। ভোকাল কর্ডে সমস্যা নিয়ে ভর্তি হলেন এএসকেএমে। 

দলের প্রার্থী থাকা সত্ত্বেও পুরভোটে কেন নির্দলদের সমর্থন? প্রথমে সতর্ক, তারপর শো-কজ, না শুনলে সাসপেন্ড, জানিয়ে দিলেন মমতা।

অধিবেশনে বিশৃঙ্খলা। ৩দিনের মধ্যে অধ্যক্ষকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল। বিধানসভা চলছে, যাওয়া সম্ভব নয়, জানিয়ে দিলেন অধ্যক্ষ। 

জেল থেকে ছাড়া পেয়েই আন্দোলনে মীনাক্ষী। রাসবিহারী মোড়ে পুলিশের সঙ্গে বাম ছাত্র-যুবদের ধস্তাধস্তি। 

বিজেপির বিকল্প নিয়ে নাম না করে ফের কংগ্রেসকে নিশানা মমতার। ৫মে থেকে রাজ্যে জনসংযোগ যাত্রা কর্মসূচি। তোলাসংযোগ, খোঁচা সুকান্তর।

নিজের ওয়ার্ডে আগে ঝড় থামান, তোরা ঝড় তুললে আমি টর্নেডো তুলব", ৫ রাজ্যে ভোটগণনার আগে নাম না করে শুভেন্দুকে আক্রমণে মমতা।

দেউচা-পাঁচামি, তাজপুর প্রকল্প বন্ধে বাম-রাম-শ্যাম চক্রান্তের অভিযোগে সরব মমতা। জমি থেকে উৎখাত, তাই জনগণের প্রতিরোধ, পাল্টা সুকান্ত। 

ইউক্রেনের লাগাতার রাশিয়ার হামলা। ঝাইটোমিরে তেলের ডিপোয় বিস্ফোরণ। রাশিয়া থেকে তেল, গ্যাস আমদানি নিষিদ্ধ করল আমেরিকা। 

যুদ্ধবিরতির মধ্যেই রুশ হামলায় কার্যত ধবংসস্তূপ ইউক্রেন। সুমিতে হামলায় মৃত্যুমিছিল। সব ভারতীয় উদ্ধারের দাবি বিদেশমন্ত্রকের। 

২ বছর পরে ২৭ মার্চ থেকে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক উড়ান। মানতে হবে করোনা বিধি, জানাল কেন্দ্র। ২০২০-র ২৩ মার্চ থেকে বন্ধ হয় স্বাভাবিক উড়ান। 

আজ রাজ্যপালের ভাষণের উপর বিধানসভায় আলোচনা। ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে অধিবেশন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮। 

 কাল ৫ রাজ্যের ভোটের ফল। কতটা প্রভাব বঙ্গ রাজনীতিতে? কী প্রভাব ২৪-র ভোটে? উত্তরপ্রদেশ থেকে এক্সক্লুসিভ রিপোর্ট। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আকাশ ছুঁতে পারে তেলের দাম। বাড়তে পারে ভোজ্য তেলের দামও! ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram