Morning Headlines: BJP-র জাতীয় কর্মসমিতির বৈঠকেও উঠে এল বাংলার সন্ত্রাস-প্রসঙ্গ | Bangla News

Continues below advertisement

বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতির বৈঠকে বাংলার সন্ত্রাস প্রসঙ্গ। ভোটের পর খুন ৫৩ কর্মী। ঘরছাড়া কর্মীরা, দাবি জেপি নাড্ডার (JP Nadda)। মিথ্যে অভিযোগ, কোনও সন্ত্রাস হয়নি, পাল্টা সৌগত রায়।

বাংলায় অতুলনীয় উত্থান। বিধানসভায় ৭৭ আসনে জয়। বাংলায় নতুন অধ্যায় রচনা করবে বিজেপি, মন্তব্য নাড্ডার। উপনির্বাচনে বিজেপির জামানত বাজেয়াপ্ত, পাল্টা তৃণমূল (TMC)।

পেট্রোলে ১০টাকা, ডিজেলে ৫টাকা ভ্যাটে ছাড় কংগ্রেসশাসিত পঞ্জাব সরকারের। বাকি রাজ্যও কমাক, আবেদন উপেন্দ্র যাদবের। ৪০টাকা বাড়িয়ে ৫টাকা কমিয়েছে কেন্দ্র, কটাক্ষ প্রিয়ঙ্কার (Priyanka Gandhi)।

কেন্দ্র শুল্ক কমালেও পেট্রোপণ্যে ভ্যাটে ছাড় দেয়নি বাংলা। অসমে গিয়ে তেল কিনতে বাধ্য হচ্ছেন মানুষ, আক্রমণ নিশীথের। উপনির্বাচনে ধাক্কা খেয়ে নাটক করছে, পাল্টা চন্দ্রিমা। 

পেট্রোপণ্যে ভ্যাট কমানোর দাবি, আজ রাজ্য বিজেপির মিছিলে অনুমতি দিল না পুলিশ। করোনার কারণে অনুমতি নয়, পুলিশসূত্রে খবর। মিছিল হবেই, পাল্টা শমীক (Samik Bhattacharya)।

পুরভোটে বাম-কংগ্রেস জোট? আগামী সপ্তাহে বৈঠক, জানালেন বিমান বসু (Biman Bose)। আইএসএফের (ISF) সঙ্গে জোট নয়, প্রতিক্রিয়া অধীরের। মানুষের সঙ্গে লড়াই চলবে, প্রতিক্রিয়া আব্বাসের।

উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনায় (Corona) বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্ত ৭০০ পার। দেশে করোনায় ৩৪ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু। একলাফে ৫২৬ জনের মৃত্যু।

বাধাহীন উত্তরে হাওয়ার দাপট। ভরা হেমন্তে রেকর্ড পারদপতন কলকাতায়। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দার্জিলিংয়ে পারদ ৮-র নিচে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram