Morning Headlines : ঝালদায় মৃত তৃণমূল প্রার্থীর ভাইপো গ্রেফতার,পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে এক ঠিকাদার পাকড়াও ও অন্যান্য খবর ।Bangla News
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে তৃণমূল প্রার্থী ভাইপো গ্রেফতার। ঘরোয়া বিবাদের তত্ত্ব তৃণমূলের। আইসি-সহ চক্রীদের আড়ালের চেষ্টা, বলছে কংগ্রেস।
কাউন্সিলর খুনে গ্রেফতার।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুন, সংসদে সরব অধীর। কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি। বলাচ্ছে তো বিজেপি, পাল্টা কুণাল।
সংসদেও ঝালদা-উত্তাপ
ঝালদাকাণ্ডে খুনিদের গ্রেফতারের দাবিতে ফের পথে কংগ্রেস। বিধানসভার গেটের সামনে বিক্ষোভ। ১২ ঘণ্টার বন্ধে কার্যত স্তব্ধ পুরুলিয়া। ফের পথে কংগ্রেস
ঝালদাকাণ্ডে এফআইআর করে মামলা রুজু। এসডিপিও ঝালদাকে তদন্তের দায়িত্ব। আইসি-র ভূমিকা নিয়েও হবে তদন্ত, আশ্বাস এসপি-র।
এসডিপিও-র নেতৃত্বে তদন্ত
পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে এবার ঠিকাদার পাকড়াও।
তৃণমূল কাউন্সিলর খুনে আগরপাড়ায় মোমবাতি মিছিল। সিবিআই নয়, সিআইডিতেই আস্থা স্ত্রীর। দোষীদের গ্রেফতারির দাবিতে ঝালদায় পথে কংগ্রেস।
পথে নেমে প্রতিবাদ
কাউন্সিলর খুনে সিআইডি তদন্ত চায় পরিবার।
কীভাবে প্রকাশ্যে খুন হলেন ২ কাউন্সিলর? ডিএম-এসপিদের সঙ্গে বৈঠকে প্রশ্ন উদ্বিগ্ন মুখ্যসচিব-ডিজির। দ্রুত দোষীদের গ্রেফতারের নির্দেশ।
‘কীভাবে প্রকাশ্যে খুন?’
রাজ্যের সব পুরবোর্ড গঠন করতে হবে শান্তিতে। ডিএম-এসপিদের বার্তা মুখ্যসচিবের। কড়া হাতে রাজনৈতিক সংঘর্ষের মোকাবিলা করার নির্দেশ।
‘বোর্ড গঠনে অশান্তি নয়’
দিনবদলের সম্ভাবনা কম। ১২ এপ্রিলই হতে চলেছে বালিগঞ্জ-আসানসোলের ভোট। ৬ মাসের মধ্যে উপ নির্বাচনের কারণ দেখিয়ে খবর কমিশন সূত্রে।
দিনবদলের সম্ভাবনা ক্ষীণ
বোর্ড গঠনের আগেই খড়গপুর পুরসভায় দলবদল। তৃণমূলে ফিরলেন সিপিআইয়ের জয়ী প্রার্থী। ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, খোঁচা সিপিআইয়ের।
বোর্ডের আগেই দলবদল
গরুপাচারকাণ্ডে সিবিআই কাছে ফের গরহাজির অনুব্রত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরায় অব্যাহতির আর্জি। দেহরক্ষীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
অনুব্রতর রক্ষীকে জিজ্ঞাসাবাদ
ভোটের ফল থেকে জোট। সিপিএমের রাজ্য সম্মেলনে আলোচনার সম্ভাবনা। রাজ্য কমিটিতে হতে পারে রদবদল। নাও থাকতে পারেন সূর্য, বিমান, রবীনরা।
নেতৃত্বে রদবদল?
৫ রাজ্যে ভরাডুবি। প্রদেশ কংগ্রেস সভাপতিদের পদত্যাগের নির্দেশ সনিয়ার। গণতন্ত্রে বিপজ্জনক পরিবারতন্ত্র। নাম না করে ফের আক্রমণে মোদি।
ইস্তফার নির্দেশ সনিয়ার
আজ থেকে দেশজুড়ে ১২ ঊর্ধ্বদের করোনার ভ্যাকসিনেশন। রাজ্যে এখনও লাগবে সময়। প্রস্তুতি তুঙ্গে, ২-৩দিনেই শুরু, জানালেন স্বাস্থ্য অধিকর্তা।
আজ থেকে রাজ্যে নয়
৩১ মার্চ পর্যন্ত রাজ্য জুড়ে বহাল রাত্রিকালীন কড়াকড়ি। শুধু ১৭ মার্চ ছাড়। ২৬ মার্চ থেকে ফের চালু হচ্ছে ইন্দো-বাংলাদেশ ট্রেন পরিষেবা।
রাতে কড়াকড়ি বহাল
ডিউটিতে থাকলে চিকিৎসকদের পাঠাতেই হবে লাইভ লোকেশন। বারুইপুর হাসপাতালে বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। প্রত্যাহারের নির্দেশ স্বাস্থ্য অধিকর্তার।
বিতর্কে বিজ্ঞপ্তি-প্রত্যাহার
তালিকায় নাম না থাকা সত্বেও চাকরি কি ইচ্ছাকৃত ভুল? নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় প্রশ্ন হাইকোর্টের। চাকরি প্রাপকদের হলফনামা তলব।
‘ভুল কি ইচ্ছাকৃত?’
৩০ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক ও অন্যান্য আধিকারিকরা। ছাত্র আন্দোলনের মধ্যেই বিশ্বভারতীর রেজিস্ট্রারের ইস্তফা।
শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার আবেদন খারিজ কর্ণাটক হাইকোর্টের। ইসলাম ধর্মের জরুরি প্রথা নয়, ইউনিফর্ম নির্ধারণের এক্তিয়ার স্কুল-কলেজের, মন্তব্য আদালতের।
রুশ হামলায় ইউক্রেনের একের পর এক শহর কার্যত ধ্বংসস্তূপ। ইউক্রেনের প্রত্যাঘাতে ২০ রুশ সেনার মৃত্যু।
ধ্বংসস্তূপ ইউক্রেন
ওটিটি দুনিয়ায় এবার শাহরুখ। নিয়ে আসছেন এসআরকে প্লাস। কুছ কুছ হোনেওয়ালা হ্যায় বলে করলেন ট্যুইট। অভিনন্দন জানালেন সলমন।
শাহরুখের ওটিটি
স্বরাষ্ট্র বাজেটের ওপর আজ মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ। আইনশৃঙ্খলা প্রশ্নে উত্তপ্ত হতে পারে বিধানসভার অধিবেশন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন
ঝালদাকাণ্ডে ধৃত তৃণমূল প্রার্থীকে আজ আদালতে পেশ। পুলিশের বিরুদ্ধেও কি নেওয়া হবে ব্যবস্থা? পানিহাটিকাণ্ডে নেপথ্যে আরও কেউ? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।
চিনে ফের করোনার চোখরাঙানি, লকডাউনে প্রায় ৩ কোটি ঘরবন্দি । ভারতেও আসছে কোভিডের ফোর্থ ওয়েভ? ঘণ্টাখানেক সঙ্গে সুমন, রাত ৮।