Mukul Roy: পিএসির সদস্য হিসেবে মনোনয়ন জমার চিঠি মুকুলের, চেয়ারম্যান পদ নিয়ে জল্পনা তুঙ্গে
Mukul Roy: পিএসির সদস্য হিসেবে মনোনয়ন জমার চিঠি মুকুলের, চেয়ারম্যান পদ নিয়ে জল্পনা তুঙ্গে
বিধানসভার পিএসি সদস্য হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন মুকুল রায় (Mukul Roy)। সরকার ও বিজেপির তরফে জমা দেওয়া হয়েছে তালিকা, সেই তালিকায় নাম নেই মুকুলের, খবর সূত্রের। বেলা ৩টের মধ্যে মুকুলের নামও জমা পড়তে চলেছে, খবর সূত্রের। বিধানসভার সচিবের কাছে জমা পড়েছে আলাদা একটি নাম, খবর সূত্রে।
প্রত্যেকবারই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে কে কে থাকবেন অত্যন্ত গুরুত্ব দিয়ে তা বিবেচনা করা হয়। এই কমিটিতে মোট ২০ জন সদস্য থাকেন। বিরোধীদের পক্ষে ৭ জন ও সরকারের পক্ষে এই কমিটিতে থাকেন ১৩ জন সদস্য। সূত্র মারফচ খবর, প্রথম থেকেই মুকুল রায়কে চাইছিল সরকার। কিন্তু মুকুল রায় বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপির তরফ থেকে এই কমিটির জন্য যে তালিকা জমা দেওয়া হয়েছে সেখানে মুকুল রায়ের নাম বাদ গিয়েছে। যেহেতু মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক তাই সরকারের তরফ থেকে সেই তালিকায় মুকুলের নাম রাখা যাবে না। জানা যাচ্ছে, এই কমিটিতে মনোনয়ন জমা দেবেন মুকুল। যদিও এই কমিটির চেয়ারম্যান কে হবে তা ঠিক করবেন বিধানসভার অধ্যক্ষ। এই কমিটির চেয়ারম্যান বাছার এক্তিয়ার শুধুমাত্র অধ্যক্ষের কাছেই রয়েছে। সরকার চাইলে মুকুল রায়ের নাম বিবেচনা করতে পারেন অধ্যক্ষ।